Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে শুভডাঙ্গা

০৯ শুভডিাঙ্গা ইউনিয়ন পরিষদ শুভডিাঙ্গা ইউনিয়নের ঠিক উত্তর পুর্ব  দিকে শুভডিাঙ্গা গ্রামে অবিস্থিত । ১৯৭০ সাল হতে ইউনিয়নটি পরিচালিত হয়ে আসছে অতি দক্ষতার সাথে । ইউনিয়নটি প্রায় ৮৯ শতাংশ জমির উপর স্থাপিত । 2020 সালে ইউনিয়নটি পুন: নির্মান করা হয়। বর্তমানে এটি আমাদের এলাকার বিভিন্ন মানুষের কাছে এক বিশেষ জায়গা হিসেবে পরিচিত । আধুনিক ও নবনির্মিত এই ইউনিয়ন পরিষদের মোট ৩৩ টি কক্ষ । প্রথম তলায় একটি বড় ও মনোরম হলরুম যা বিচারকার্য ও  সেমিনার করার কাজে ব্যবহত হয় । এই রুমের ঠিক বাম পাশেই কর্তব্যরত সচীব মহোদয়ের অফিস রুম । আর তার পাশেই চেয়ারম্যান সাহেবের অফিস কক্ষ । হলরুমের ডান পাশে গুডাউন । িইউনিয়ন পরিষদের একবারে পশ্চিম দিকের রুমগুলো উত্তর হতে দক্ষিন দিকে বিস্তৃত । উত্তর দিকের প্রথম ২ টি রুম ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের অফিস রুম হিসেবে  ব্যবহৃত হয় । পরিষদটির রয়েছে দ্বিতল ফাউন্ডেশন যা উপরে উত্তর পশ্চিম হতে দক্ষিনে বিস্তৃত । উপরের একটি রুমে বিভিন্ন প্রকল্পবিদ ও তার অঙ্গ সংগঠনের জন্য ব্যবহৃত হয় । বিশেষ একটি রুমে নৈশ প্রহরী বা গ্রাম্য পুলিশের জন্য ব্যবহৃত হয় । আমাদের ইউনিয়নে বিদ্যুত ব্যবস্থা রয়েছে । রয়েছে সার্বক্ষনিক বিদ্যুত ব্যবস্থা নিরাপত্তার জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন সৌর বিদ্যুত প্যানেল । ৪ টি আই পি এস । বিশেষ করে ইউনিয়ন পরিষদের সার্বিক পরিবেশ অত্যন্ত চমতকার । প্রতিটি রুমে রয়েছে একটি ৫৬’’ ফ্যান, ১ টি রড বাল্ব,১ টি ডিচিটাল বা অত্যাধুনিক ল্যাম্প ,প্রস্বস্ত রুম এবং  ২ টি করে জানালা যা আজকের দিনে বেশ আধুনিক । ইউনিয়ন ভবনের সাথেই রয়েছে উন্নত পয়:নিশ্কাশন ব্যবস্থা । আছে বিলাশ বহুল টয়লেট যার মোট সংখ্যা ১৫ টি । ইউনিয়নের সামনে রয়েছে এক বিশাল সবুজ মাঠ। মাঠের চারদিকে আম আর মেহগুনি গাচের বিমাল সমারোহ । পাশেই একটি ওয়াক্ত মসজিদ । ইউনিয়ন পরিষদ ভবনের ঠিক পশ্চিম পাশে রয়েছে কমিউনিটি ক্লিনিক ।

মাঠের চারদিকে রয়েছে বিশাল িএকটা দিঘি যা ইউনিয়নের পরিবেমকে করে তুলেছে মনোরম । ইউনিয়ন পরিষদ ভবনের মাঠের দক্ষিন পাশে রয়েছে কয়েকটি দোকান যেখানে আপনি আপনার প্রয়োজনীয় সামগ্রী সহজেই পেতে পারেন । রয়েছে একটি বিশাল ও প্রচীন আমের গাছ । গাছের গুড়ি আবার ইট বালি সিমেন্ট দিয়ে বাধা ।  এই গাছের সুশীতল ছাপয়ার নিচে অসংখ্য মানুষ বসে প্রশান্তি নেয় । কৃষক, শ্রমিক, দিনমজুর রাখাল বালক এই গাছের ছায়ায় প্রান জুড়ায় । সর্বপরি ইউনিয়ন পরিষদ ভবন আসলে সবার কাছে এক অনাবিল প্রশান্তি আর আরামদায়ক স্থানে পরিনত হয়েছে । আজ আমাদের এই ইউনিয়ন এখন বিশ্ব দরবারে মাথা উচু করে দাড়াতে পারবে এটা আমাদের সকলের গর্ব ।